কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এঁর ৪৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এ উপলক্ষে শুক্রবার ২৭ আগষ্ট বেলা ১১টায় টায় দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংক্ষিপ্ত ও ঘরোয়া পরিসরে নজরুল সংগীতের আয়োজন করা হয়। দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান। পরে দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম ও দৌলতপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ নজরুল সঙ্গীত পরিবেশন করেন।