• আপডেট টাইম : 26/08/2021 01:34 PM
  • 425 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com


বাংলাদেশে ইউএসএআইডি এর নতুন মিশন পরিচালক ক্যাথরিন স্টিভেন্স ২৫ আগষ্ট বিজিএমইএ অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী ও সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং ইউএসএআইডি এর প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট, লেবার এন্ড হিউম্যান রাইটস প্রোগ্রামস, ইমেলদা এস. মুল্লিক উপস্থিত ছিলেন।
তারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বিজিএমইএ ও ইউএসএআইডি এর মধ্যকার সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এ সময়ের সবচেয়ে অগ্রাধিকামূলক ইস্যুগুলো বিশেষ করে পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়ন, নতুন পণ্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার উদ্ভাবন এবং কারখানার ক্যাপাসিটির সর্বোচ্চ ব্যবহার প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করেন।

ইউএসএআইডি এর মিশন পরিচালক ক্যাথরিন স্টিভেন্স আরএমজি সাসটেইনিবিলিটি কাউন্সিল (আরএসসি), সেন্টার অব ইনোভেশন, ইফিসিয়েন্সি এন্ড ওএইচএস (the Centre of Innovation, Efficiency and OHS) বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...