• আপডেট টাইম : 12/07/2021 03:02 AM
  • 1105 বার পঠিত
  • সালেহা ইসলাম শান্তনা
  • sramikawaz.com

 

আমরা নারী, আমরাও পারি,
হাজার রকম গড়তে পারি,
হাতের কাজ সেলাই থেকে শক্ত হাতে সব ধরতে পারি।

সকাল থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করে,
রোজগার করে সংসার হাল ধরছি জোরে।

ঘরে নারী, বাজারেও নারী, অফিসে নারী,
জাহাজেও দিনরাত পরিশ্রম করছে নারী।

অগ্রণী নারী, প্রতিবাদ করতে জানি,
মা হতে পারে নারী সে-ই তো কন্যা জায়া জননী।

আমরা নারী, আমরাও পারি শক্ত হাতে লড়তে পারি,
নারী এখন নয়তো অবুঝ, নারী দিতে পারে রে বুঝ।

নিজে না খেয়ে সে যে ভাই সকলের মুখে অন্ন তুলে দেয় সে আর কেউ না রে ভাই।
সে একজন অবলা নারী তাই নিজের কষ্ট আড়াল করে সর্বদাই।

সবাইকে সুখ দিতে চায় নারীর কষ্ট বোঝে না কেউ ভাই
নারী সব পারে ভাই নারীর হাতে নকশিকাথা বিক্রি হয় হাজার টাকায়।

পিছিয়ে নাই যে নারী পিছিয়ে নাই, এই কথা সবাইকে জানাই,
তাই তো বলি ভাই নির্যাতনের নারী এখন জবাব চায়।

আমরা নারী, আমরা জানি,
শক্ত হাতে প্রতিবাদ করতে জানি।

আমরা নারী, আমরাও পারি, সোনার বাংলা গড়তে জানি
বুক চিতিয়ে মরতে জানি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...